শিরোনাম

South east bank ad

একইসঙ্গে একই কায়দায় ৬টি এসি বিস্ফোরণ!

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদের ভিতর থাকা ৬টি এসি একইসঙ্গে কিভাবে বিস্ফোরণ ঘটলো। এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের জনমনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি এসি একই কায়দায় বিস্ফোরণ ঘটেছে। প্রত্যেক এসির অগ্রভাগ দুমড়ে মুচড়ে গেছে। ভিতর থেকে বের হয়ে এসেছে যন্ত্রপাতি। স্থানীয়রা জানায়, যে কোন একটি এসি কোন সমস্যায় বিস্ফোরণ হতে পারে। কিন্তু এক সাথে ৬টি এসির সবগুলো কিভাবে একসঙ্গে বিস্ফোরণ ঘটলো। কারণ মসজিদের ভিতর গ্যাসের লিকেজ ছিল। সেই লিকেজ থেকে কোন বিস্ফোরণ ঘটলে মসজিদের মেঝে ভেঙে যেেো। কিন্তু সে রকম কিছু ঘটেনি। কিন্তু এসিগুলো দুমড়ে মুচড়ে গেছে। সে ক্ষেত্রে একটি বিস্ফোরণ শব্দ আশেপাশের মানুষ শুনতে পেয়েছে। সেহেতু মসজিদের ভিতর থাকা ৬টি এসি একই সাথে কিভাবে বিস্ফোরণ ঘটলো সেই হিসাবে অনেকেই মেলাতে পারছেন না। মসজিদের ভেতর থাকা ৬ এসি, দুমড়ে মুচড়ে গেছে। সিলিং ফ্যানগুলো যেন কেউ হাত দিয়ে বাঁকা করে দিয়েছে। জানালার কাঁচ সব ভেঙে গেছে। ভিতরে থাকা থাই গ্লাসগুলো ভেঙ চুরমার। মসজিদের মেঝের কোথাও কোথাও আহত মুসল্লিদের শরীরের চামড়া পুড়ে লেগে আছে। পুরো মসজিদের ভিতর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম শুক্রবার রাত সাড়ে ১১টায় জানান, পুরো মসজিদটি এখন আইন-শৃঙ্খলা বাহীনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে সিআইডি কল করা হয়েছে। তারা আলমত সংগ্রহ করবে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা শেখ হাসিনা বার্ন ইউনিটে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি ওসি ও ডিআইওয়ানকে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসায় সহযোগিতায় পুলিশের টিম কাজ করছে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: