ঈদে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো

ঈদুল আজহার তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকায় থাকা মানুষের জন্য বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুতি নিয়ে আছে।
ঈদের দিন শনিবার কোরবানি দেওয়ার পর শিশুদের নিয়ে অনেকে ছুটবেন শিশু পার্ক কিংবা চিড়িয়াখানায়; আবার তরুণ-তরুণীরাও ভিড় জমান ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, দিয়াবাড়ি থিম পার্কের মতো বিনোদন কেন্দ্রগুলো। বিনোদন কেন্দ্রগুলো পরিচালকরা জানান, কোরবানিতে ঈদের দিন অতটা ভিড় না হলেও পরদিন জমে ভিড়।
শিশু পার্ক
শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় শিশুদের নিয়ে অনেক অভিভাবকের পছন্দের স্থান শাহবাগের ঢাকা শিশু পার্ক।
শিশু পার্কের দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. নূরুজ্জামান জানান, তাদের ১১টি রাইডের প্রায় সবগুলোতে নতুন রং করা হয়েছে। সান্ধ্যকালীন আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।
ঈদের প্রথম চার দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত শিশু পার্ক খোলা থাকবে।
শিশু পার্কে ঢুকতে টিকেটের দাম ১৫ টাকা। প্রতিটি রাইড চড়ার জন্য দিতে হয় ১০ টাকা করে। ঈদে সুবিধাবঞ্চিত শিশুরা বুধবার বিনা টিকিটে প্রবেশ ও রাইডে চড়ার সুযোগ পাবে।
চিড়িয়াখানা
সকাল ৮টা থেকে খোলা থাকে মিরপুরের ঢাকা চিড়িয়াখানা, বন্ধ হয় সন্ধ্যায়। চিড়িয়াখানায় প্রবেশমূল্য ৩০ টাকা।
চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম জানান, তাদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে কয়েকটি কমিটি। চিড়িয়াখানার অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি থাকবে র্যাবের টহল।
ঢাকা চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা ২ হাজার ৬৮০টি। জিরাফ, ইম্পালা, জলহস্তি, কমন হিলানা, মায়া হরিণসহ ২০টি বড় প্রাণী সম্প্রতি বাচ্চা দিয়েছে বলে কিউরেটর জানান।
জাতীয় জাদুঘর
ঈদের দিন খোলা না থাকলেও পরদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শাহবাগের জাতীয় জাদুঘর। অন্য দিনগুলোতে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি ঘুরে দেখা যাবে।
ঈদে শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের জন্য বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ থাকবে।
জাদুঘরের আরও দুই প্রতিষ্ঠান স্বাধীনতা জাদুঘর ও আহসান মঞ্জিলও একই সময়সূচিতে খোলা থাকবে। থাকছে বিনামূল্যে চলচ্চিত্র দেখার ব্যবস্থা। ঈদুল আজহায় প্রদর্শিত হবে ‘শ্যামল ছায়া’, ‘আগুনের পরশমণি’, ‘দীপু নাম্বার টু’, ‘কাকা বাবু’-র মতো মুক্তিযুদ্ধবিষয়ক ও শিশুতোষ চলচ্চিত্র।
ফ্যান্টাসি কিংডম
রাজধানীর থিমপার্কগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয় ফ্যান্টাসি কিংডম। ঢাকার অদূরে আশুলিয়ায় আধুনিক এই বিনোদন কেন্দ্র এবারও দর্শনার্থীদের ঢল আশা করছে।
পার্কের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্টের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান টুটুল জানান, ঈদের প্রথম সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম।
ফ্যান্টাসি পার্কে বড়দের প্রবেশমূল্য ৪০০ টাকা, ছোটদের (পাঁচ ফুটের নিচে) ২৫০ টাকা। বড়দের রাইডের সঙ্গে দুটি রাইড ফ্রি। ফ্যান্টাসি কিংডমে প্রবেশসহ ৮০০ টাকার টিকেট কেটে সাঁতার কাটা যাবে ওয়াটার কিংডমে।
ফ্যান্টাসি কিংডমের ভেতরে রয়েছে হেরিটেজ পার্ক। এখানে দেখা যাবে বেশকিছু স্থাপনার ঐতিহাসিক রেপ্লিকা।
পাশাপাশি চড়া যাবে জায়ান্ট ফেরিস হুইল, পাইরেট শিপ, ড্রাই স্নাইড, কফি কাপ, ব্যাটারি কার, ফ্যামিলি ট্রেনসহ বিভিন্ন রাইডে।
নন্দন পার্ক
সাভারে নবীনগরের বারুইপাড়ার নন্দন পার্কও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
পার্কের হেড অব মার্কেটিং মেজবাহ উদ্দিন প্রিন্স জানান, ঈদের দিন সকাল থেকেই খোলা থাকবে পার্ক। সাধারণ প্রবেশ মূল্য ২৯৫ টাকা। সব রাইড উপভোগ করতে লাগবে জনপ্রতি (খাবারসহ) ৮৯৫ টাকার মতো। খাবার ছাড়া জনপ্রতি ৬৯৫ টাকা। ফ্যামিলি প্যাকেজ (৪ জনের খাবারসহ) ৩৪০০ টাকা।
নতুন সংযোজন নন্দন প্ল্যান্টেরিয়াম ভার্চুয়াল মুভি থিয়েটার জনপ্রতি ৫০ টাকা। ঈদের বিশেষ প্যাকেজ ৬১০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ড ও ড্রাই পার্কের ১০টি রাইড উপভোগ করা যাবে এই প্যাকেজের আওতায়।
ঈদের পরবর্তী দিনগুলোতে পার্কে লাইভ মিউজিক, ডিজে, ড্যান্স শো ইত্যাদির আয়োজন থাকবে বলে জানান প্রিন্স। ড্রাই পার্কে সন্ধ্যায় থাকবে ফায়ার ড্যান্স। আছে র্যাফল ড্র।
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড
রাজধানীর শিশু-কিশোরদের প্রধান বিনোদন কেন্দ্র ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড (সাবেক শিশুমেলা) ঈদের প্রথম সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এখানে আছে ৪০টির মতো রাইড। পরিবারের সকলের চড়ার মতো আছে ১৫টি রাইড। প্রবেশমূল্য জনপ্রতি ৫০টাকা।
এছাড়াও ছোট-বড় আরও বহু বিনোদন কেন্দ্রে ঈদ উদযাপনের বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, হাতিরঝিলসহ বিভিন্ন খোলামেলা জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়াবেন সাধারণ মানুষ।
ঈদে মুক্তি পাচ্ছে ৩টি সিনেমা
এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র, ‘রংবাজ’, ‘অহংকার’ ও ‘সোনাবন্ধু’।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ সারা দেশের দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘রংবাজ’।
রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, আনন্দ, মধুমিতা, বলাকা, সনিসহ দেশের প্রায় ১১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-বুবলী জুটির আরেক সিনেমা ‘অহংকার’।
পপি-পরীমনি-ডিএ তায়েবের ‘সোনাবন্ধু’ সিনেমাটি মুক্তি পাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, জোনাকি, মতিমহল, নিউ গুলশান, জিঞ্জিরাসহ দেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে।