শিরোনাম

South east bank ad

হট কেকে পরিণত ওয়ালটন ফ্রিজ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

হট কেকে পরিণত ওয়ালটন ফ্রিজ
চাহিদা ও রুচি অনুযায়ী সাশ্রয়ী দামে আকর্ষণীয় কালার ও উচ্চমানের নতুন নতুন মডেলের পণ্য দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে ওয়ালটন। বাংলাদেশে ফ্রিজ বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে তারা। এছাড়া ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বিক্রিও ব্যাপক হারে বেড়েছে। তাই হট কেকে পরিণত হয়েছে ওয়ালটন ফ্রিজ।
 
কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে দেশের ফ্রিজ ও ফ্রিজারের শোরুমগুলোতে ক্রেতা সমাগম বাড়ছে। মাংস সংরক্ষণের জন্য পড়ছে ফ্রিজ কেনার ধুম। বাড়ছে চাহিদা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বেড়ে গেছে ফ্রিজ ও ফ্রিজার বিক্রি। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন এবার গত ঈদুল আযহার তুলনায় প্রায় দ্বিগুণ ফ্রিজ বিক্রির প্রস্তুতি নিয়েছে।
 
ওয়ালটনের চিফ মার্কেটিং কো-অর্ডিনেটর ইভা রেজওয়ানা বলেন, ফ্রিজের বাড়তি চাহিদার বিষয়টি বাজার গবেষণার মাধ্যমে আগেই বুঝতে পেরেছে ওয়ালটন। ফলে রোজার ঈদের পরপরই বাড়ানো হয়েছে উৎপাদন। নতুন নতুন মডেল, আকর্ষণীয় ডিজাইন ও কালারের রেফ্রিজারেটর, টেলিভিশনসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে এসেছে ওয়ালটন।
 
তিনি আরও জানান, ফ্রিজ বিক্রিতে এবার প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। গত বছরের কোরবানির ঈদের সঙ্গে তুলনা করলে এবার বিক্রির টার্গেট প্রায় দ্বিগুণ। এলইডি টিভি এবং এসি বিক্রিতে গত বছরের প্রথম আটমাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে প্রায় ৩৫ ও ৪০ শতাংশ।
 
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: