মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম মারা গেছেন

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আয়েশা খানম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ ভোরে ঢাকার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক আয়েশা খানম ছাত্র ইউনিয়নেরও সাবেক সহসভাপতি ছিলেন।
মালেকা বানু জানান, আয়েশা খানমের মরদেহ তার জন্মস্থান নেত্রকোনায় নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে পারিবারিক করবরস্থানে সমাহিত করা হবে।