সাকিবের শ্বশুর মারা গেছেন

শ্বশুর গুরুতর অসুস্থ, এটা শুনে বঙ্গবন্ধু টি-২০’র ফাইনাল বাদ দিয়েই সাকিব আল হাসান চেপে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্লেনে। কিন্তু শেষ দেখা আর হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উম্মে আহমেদ শিশিরের পিতা মমতাজ উদ্দিন সরদার।
সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত রবিবার ফুফা কাজী ওমর আলীকে হারিয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১১০ রান ও ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।