আল্লামা শাহ আহমদ শফী এর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
উপমহাদেশের শীর্ষ স্থানীয় আলেমে-দ্বীন আল্লামা শাহ আহমদ শফী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে অসংখ্য আলেমে-দ্বীনের সুযোগ্য ওস্তাদ আল্লামা শাহ আহমদ শফী ছিলেন ইলমে হাদিসের একজন মহান শিক্ষক। দেশে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হিসেবে তিনি পবিত্র ধর্ম ইসলামের খেদমত করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বুজুর্গ আলেম ও ইসলামের এক মহান খাদেমকে হারাল।
শিল্পমন্ত্রী মরহুম আল্লামা আহমদ শফি এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।