পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রথম ব্যবস্থাপক সম্মেলন
পূবালী ব্যাংক পিএলসির ঢাকা কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব শাখা, উপশাখা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘প্রথম ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক অডিটরিয়ামে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবলী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা। সম্মেলনে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রকীব এবং ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্যবস্থাপক সম্মেলনটি একযোগে সারা দেশে পূবালী ব্যাংকের সব অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে।


