সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এমএ কাশেম। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খালিদ মাহমুদ খানের সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান; পর্ষদ সদস্য জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান ও নুর নাহার তারিন এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, বিভিন্ন শাখার ম্যানেজার অপারেশনসহ সংশ্লিষ্ট শাখার ডিপার্টমেন্টাল প্রধান, উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি প্রণয়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করেন এবং ব্যাংকের চলমান অগ্রযাত্রা আরো এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।


