স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম এজিএম অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান একেএম আবদুল আলীম, পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক মোহাম্মদ মনজুর আলম, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি মো. হাবিবুর রহমান, সিএফও মোহাম্মদ সালাহ উদ্দিন, পর্যবেক্ষক হিসেবে ডিএসই ও সিএসই থেকে যথাক্রমে সাইদুর রহমান ভুঁইয়া ও আলমগীর কবির।