প্রাইম ব্যাংকের সঙ্গে সিক্রেট রেসিপি ও ফেয়ার ইলেকট্রনিকসের চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সিক্রেট রেসিপি ও ফেয়ার ইলেকট্রনিকস। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দার তানভীর ফয়সাল, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর এবং পেপারনি লিমিটেডের হেড অব বিজনেস কেএসএম মহিতুল বারী। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা সিক্রেট রেসিপির সব আউটলেটে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি ফেয়ার ইলেকট্রনিকসের আউটলেটে হাইসেন্স ব্র্যান্ডের পণ্য ক্রয়ে মিলবে ছাড়।