কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

কুমিল্লা ও নোয়াখালী জেলার কর্মকর্তাদের নিয়ে ‘ম্যানেজার্স মিট’ শীর্ষক ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। গতকাল কুমিল্লায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডলসহ অনেকে।