শাহ্জালাল ইসলামী ব্যাংকে নবনিযুক্ত অফিসারদের ইনডাকশন ট্রেনিং কোর্স

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নবনিযুক্ত ৪০ জন ট্রেইনি অফিসারের জন্য ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। গত বুধবার ট্রেনিংয়ের উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিম, ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন এবং অন্যরা।