শিরোনাম

South east bank ad

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি করলে আকর্ষণীয় অফার

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানি করলে আকর্ষণীয় অফার

ঈদের আগে নগদ লিমিটেড নিয়ে এসেছে আরো একটি দারুণ মেগা ক্যাম্পেইন। এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করলে একজন গ্রাহক হয়ে যেতে পারেন লাখপতি। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের টাকা অ্যাড মানিতেও থাকছে বিভিন্ন পরিমাণ ক্যাশ-বোনাস। 

১ এপ্রিল শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সাতটি ক্যাটাগরিতে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড করলে প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করা যাবে। একজন গ্রাহক তিন কর্মদিবসের মধ্যে ক্যাশ-বোনাস পেয়ে যাবেন।  

সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে একটি পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করতে পারেন। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে স্বল্পতম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন গ্রাহক পেতে পারেন তিনটি মেগা উপহার। যার প্রথম উপহার ১ লাখ টাকা, দ্বিতীয় উপহার ৭৫ হাজার টাকা ও তৃতীয় উপহার ৫০ হাজার টাকা।

এছাড়া সাতটি ক্যাটাগরির মধ্যে মাস্টারকার্ড গ্রাহকরা নগদ অ্যাপের মাধ্যমে ৩ হাজার ২৫ টাকা অ্যাড মানি করলে পাবেন ২৫ টাকা ক্যাশ-বোনাস, ৫ হাজার ৩৫ টাকা অ্যাড মানি করলে ৩৫ টাকা ক্যাশ-বোনাস, ১০ হাজার ৭৫ টাকা অ্যাড মানি করলে ৭৫ টাকা ক্যাশ-বোনাস, ১৫ হাজার ১১৫ টাকা অ্যাড মানিতে ১১৫ টাকা ক্যাশ-বোনাস, ২০ হাজার ১৫৫ টাকা অ্যাড মানিতে ১৫৫ টাকা ক্যাশ-বোনাস, ৩০ হাজার ২৪৫ টাকা অ্যাড মানিতে ২৪৫ টাকা ক্যাশ-বোনাস, ৪০ হাজার ৩৫০ টাকা অ্যাড মানিতে ৩৫০ টাকা ক্যাশ-বোনাস উপভোগ করতে পারবেন নগদ গ্রাহকরা।   

নগদের মেগা ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য একজন গ্রাহকের নগদ অ্যাকাউন্ট ফুল প্রোফাইলে থাকতে হবে। লাখপতি মেগা অফার জেতার জন্য উল্লিখিত যেকোনো পরিমাণ টাকা অ্যাড মানি করে স্বল্পতম সময়ে সর্বোচ্চ টাকা অ্যাড মানি করতে হবে। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: