অপারেশন্স শাখার নির্দেশে মবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কর্মসূচি শুরু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ (৬ই ফেব্রুয়ারি ২০২২) শনিবার সকাল ১১টায় এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে PHQ অপারেশন্স শাখার নির্দেশে মবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার এসএমপি জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল আমীন উপ- পুলিশ কমিশনার সদর ও প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এডিসি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস এসএমপি।
এসএমপি সিলেট এর বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদমর্যাদার ১০০ জন নারী-পুরুষ পুলিশ সদস্য উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।