জাভা পেশাজীবীদের নিয়ে ইজেনারেশনের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশে অন্যতম শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেশন ও সফটওয়্যার সলিউউশন কোম্পানি ইজেনারেশনের উদ্যোগে সম্প্রতি আন্তর্জাতিক ভার্চুয়ালি জাভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘ইজেনারেশন প্রেজেন্টস- জাভা ডেভেলপারস কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনে সহ-আয়োজক হিসেবে ছিল স্টার্টআপ হাব নেপাল, উইমেন ইন টেক এশিয়া এবং নাইজেরিয়া ফিডস দ্য ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ।
ওই সম্মেলনের অংশীদারিত্বে ছিল সিটিও ফোরাম বাংলাদেশ ও জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন ইজেনারেশনের এমডি শামীম আহসান, সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন কান্তি সরকার, জাভা ইউজার গ্রুপ বাংলাদেশের (জেইউজিবিডি) প্রতিষ্ঠাতা এএনএম বজলুর রহমান, চবির সিএসই বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন, ইজেনারেশনের ইভিপি এসএম আশরাফুল ইসলাম, এটুআইয়ের সিটিও মোহাম্মদ আরফে এলাহি, সিবিপ্রবির সিএসইর অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি ও অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, ইজেনারেশনের বিজনেস ডেলিভারি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক স্বপন কুমার প্রমুখ।