শিরোনাম

South east bank ad

বাংলাদেশে সৌদি ফুড ব্র্যান্ড বাত্বিলের ফ্র্যাঞ্চাইজ নিয়ে এল বেক্সিমকো ফুডস

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশে সৌদি আরবের ফুড ব্র্যান্ড বাত্বিলের ফ্র্যাঞ্চাইজ নিয়ে এল বেক্সিমকো ফুডস লিমিটেড। আন্তর্জাতিক আরেক ব্র্যান্ড এলভিএমএইচের এতে অংশীদারিত্ব রয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান-২ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাত্বিলের প্রথম এ আউটলেট উদ্বোধন করা হয়। বাত্বিল বাংলাদেশের এ শোরুমে পাওয়া যাবে হরেক রকমের মুখরোচক প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, চকোলেট ও ডিপসের বিভিন্ন রকমের ভেরিয়েশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন্টা আন্তর্জাতিক ক্লাব, ঢাকার প্রেসিডেন্ট ও সার্ক উইমেনস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সানিয়া হুসাইন, বেক্সিমকোর নির্বাহী পরিচালক (করপোরেট ফাইন্যান্স) মোস্তফা জামান, বেক্সিমকো এলপিজির সিএফও ইমরান মকবুল এবং ইয়েলো রিটেইল ও বেক্সিমকো ফুডসের জেনারেল ম্যানেজার হাদি এসএ চৌধুরী।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: