শিরোনাম

South east bank ad

সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পেল হা-মীম গ্রুপের দুই প্রতিষ্ঠান

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পেল হা-মীম গ্রুপের দুই প্রতিষ্ঠান

২০১৯-২০ কর বছরে উল্লেখযোগ্য পরিমাণে আয়কর পরিশোধ করায় তৈরি পোশাক খাতে সর্বোচ্চ করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পেয়েছে হা-মীম গ্রুপের দুই প্রতিষ্ঠান। শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক শিল্প গ্রুপটির প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস চতুর্থ এবং হা-মীম ডেনিম সপ্তম সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে।

হা-মীম গ্রুপ ২০০৪ সালে আশুলিয়ার নরসিংহপুরে রপ্তানিমুখী রিফাত গার্মেন্টস স্থাপন করে। এ কারখানায় রয়েছে ২৬টি প্রডাকশন লাইন। এখানে বিশ্বের বিভিন্ন নামি ব্র্যান্ডের ওভেন গার্মেন্ট তৈরি করা হয়। কোম্পানিটি দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান।

অন্যদিকে হা-মীম ডেনিমও দেশের শীর্ষস্থানীয় ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০০৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটিতে সুতা থেকে ডেনিম কাপড় তৈরির পুরো ব্যবস্থা রয়েছে। গাজীপুরের মাওনায় অবস্থিত কারখানাটি প্রতি মাসে ৫০ লাখ মিটার ডেনিম কাপড় উৎপাদন করতে সক্ষম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১১ ফেব্রুয়ারি কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের শীর্ষ করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দেয়। এ বছর জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি এবং অন্যান্য খাতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৪১ ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।

এনবিআরের প্রধান কার্যালয়ে জাতীয় পর্যায়ের শীর্ষ পাঁচ কোম্পানি ও শীর্ষ পাঁচ ব্যক্তি করদাতাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা জানানো হয়। এ ছাড়া অন্যান্য শীর্ষ করদাতাকে নিজ নিজ কর অঞ্চলে অনুষ্ঠান আয়োজন করে ট্যাক্স কার্ড ও সম্মাননা জানানো হয়। রিফাত গার্মেন্টসকে কর অঞ্চল-৬ থেকে এবং হা-মীম ডেনিমকে কর অঞ্চল-৭ থেকে ট্যাক্স কার্ড ও সম্মাননা জানানো হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: