শিরোনাম

South east bank ad

এসিআইর স্যান্ডাল সোপ বাজারে

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

এসিআইর স্যান্ডাল সোপ বাজারে
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এসিআই কনজুমার ব্র্যান্ডস ‘এসিআই স্যান্ডাল সোপ’ দিয়ে বিউটি সোপ ক্যাটাগরিতে পদার্পণ করেছে। সম্প্রতি সেন্টারে এ সাবানের বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন এসিআই কনজুমার ব্র্যান্ডসের এমডি সৈয়দ আলমগীর। তিনি বিশ্বাস করেন, উন্নতমানের উপাদানের সঙ্গে এসিআই স্যান্ডাল সোপ ত্বককে ব্যালেন্সড ময়েশ্চার প্রদান করে সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এ সময় মো. কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর; জামান আসিফ আহমেদ, বিজনেস ম্যানেজার; মো. জাকির হোসেন সরকার, জেনারেল ম্যানেজার-সেলস এবং মো. নাহিদ নেওয়াজ, ডেপুটি জেনারেল ম্যানেজার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এসিআই কনজুমার ব্র্যান্ডস উপস্থিত ছিলেন।
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: