প্রচারণা বাড়াতে বাণিজ্যমেলায় লুব-রেফ বাংলাদেশ

লুব্রিকেন্টসের সঠিক ব্যবহার ও এর কার্যকরিতা সম্পর্কে ভোক্তাদের উদ্ভুদ্ধ করতে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় অংশ নিচ্ছে লুব-রেফ (বাংলাদেশ)। লুব ব্লেন্ডিং প্ল্যান্ট (এলবিপি) কোম্পানিটির উৎপাদিত লুব্রিকেন্ট সামগ্রী বাজারজাত হয় ‘বিএনও’ ব্র্যান্ডে।
বানিজ্য মেলার শুরু থেকে বিএনও লুব্রিকেন্টস প্রত্যাশিত সাড়া ফেলবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। লুব্রিকেন্টসের বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ও থাকছে মেলাতে। থাকছে নতুন ডিলারশীপ নিয়োগের বিশেষ সুবিধা। প্রতিষ্ঠানটির স্টল নং প্রিমিয়াম মিনি প্যাভেলিয়ন- ১৭।
লুব-রেফ (বাংলাদেশ) বর্তমানে লুব্রিকেন্টস্ প্রস্তুতকারক ও বিপনণকারী প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। বছরে ১২ হাজার ৫৫০ টন সক্ষমতার ব্লেন্ডিং প্লান্ট দেশের মোট চাহিদার ৫ শতাংশ পূরন করছে লুব-রেফ। প্রতিষ্ঠানটি এখন ৩৫ ধরনের লুব্রিকেন্টস সামগ্রী উৎপাদন করছে।
এসব পণ্যের মান নিয়ন্ত্রণে রয়েছে অত্যাধুনিক অ্যাক্রেডিয়েটেড ল্যাবরেটরি।