আফতাবনগরে স্বপ্নের নতুন আউটলেট চালু

রাজধানীর আফতাবনগরে কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার সকালে বাড্ডার আফতাবনগরে মেইন রোড-সংলগ্ন ১, ৩, ৫ নং প্লটে এ আউটলেটের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইকবাল হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, বিভাগীয় সেলস ম্যানেজার সঞ্জয় কুমার, হেড অব ইনভেনটরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট রবিউল আলম প্রমুখ।
নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্য ছাড়। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে চাহিদাসম্পন্ন সব পণ্য রাখা হয়েছে স্বপ্নের এ আউটেলেটে। পাশাপাশি কভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে থাকছে হোম ডেলিভারি সেবা।