শিরোনাম

South east bank ad

একদিনের ব্যবধানে কমে গেল সোনার দাম

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

একদিনের ব্যবধানে কমে গেল সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার মাত্র একদিন পরই ফের কমে গেছে। এ অবস্থায় দেশের বাজারেও যেকোনো সময় দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৫৭০ দশমিক ৬৬ ডলার। শনিবার সন্ধ্যা এই দাম কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ২ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সদস্য বলেন, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

তিনি বলেন, আমরা সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেই আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আবার পাকা সোনার দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা সোনার দামে প্রভাব ফেলে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: