কমেছে মুরগি-পেঁয়াজের দাম, সবজির বাজার স্থিতিশীল

বাজারে পেঁয়াজের দাম সহনীয় হতে শুরু করেছে, বিশেষ করে এনবিআর কর্তৃক আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহারের প্রভাব পড়েছে। একদিনে দেশি পেঁয়াজের কেজি দাম ২০ টাকা কমেছে। মুরগির দামও কমছে। তবে রাজধানীর কাচামালের বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় দাম স্থিতিশীল রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। ফুলকপি ও বাঁধাকপি ৩৫-৪০ টাকা পিস, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকা এবং মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচা মরিচ ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, করলা ৬০ টাকা, শিম ৯০ টাকা, দেশি গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দামও কিছুটা কমেছে—সাদা ফার্মের ডিম ১৪০-১৫০ টাকা এবং লাল ফার্মের ডিম ১৪৫-১৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।
তবে চালের বাজারে দাম বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে। মিনিকেট ৭৩ টাকা, মোটা চাল ৫৭ টাকা, সুগন্ধী চাল ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দামও বিভিন্ন আকারে বাড়ছে, যেমন রুই মাছ ২৮০-৪০০ টাকা কেজি, চিংড়ি ৮০০-১,৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া সয়াবিন তেল ৮১৮ টাকা, মসুর ডাল ১৩০ টাকা কেজি এবং ভারতীয় জিরা ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।