শিরোনাম

South east bank ad

হাজি সেলিম এমপির জন্মদিন আজ

 প্রকাশ: ১০ মে ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

হাজি সেলিম এমপির জন্মদিন আজ
হাজি সেলিম এমপির জন্মদিন আজ। রাজধানী ঢাকার নির্বাচনী এলাকা লালবাগ-হাজারীবাগ থেকে নির্বাচিত ২ বারের সংসদ সদস্য। বহু সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে তিনি আজ সমাজে ১ম শ্রেণীর মর্যাদায় প্রতিষ্ঠিত। তাঁর আজকে সামাজিক মর্জাদা প্রতিষ্ঠার পিছনে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। হাজী সেলিমকে তারুন্যের প্রতিক ও সৌভাগ্যের পরপুত্র বলা হয়। হাজী সেলিমের সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠা এক দিনে আসেনি। তবে ব্যবসার ক্ষেত্রে তিনি অসামান্য সাফল্য দেখিয়েছেন। হাজী মোঃ সেলিম নিজেকে কখনোই বড় শিক্ষিত বলে দাবী না করলেও তাঁর মেধা আর সুপ্ত প্রজ্ঞা-ই রাজনীতি ও ব্যবসায়ীক সাফল্যের পিছনে বড় বেশী কাজ করেছে। মতগঞ্জ-চকবাজার-মৌলবীবাজারের ব্যবসায়ী সমাজ হাজী সেলিমের বুদ্ধিদীপ্ত ব্যবসায়ীক কর্মকান্ড গ্রহণ করে অনেকে রাতারাতি সাফল্য লাভ করেছে। হাজী সেলিম এর উন্নয়ন ও ব্যবসা বান্ধব কর্মপরিধি ব্যবসায়ী সমাজে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। হাজী সেলিম সামাজিক ক্ষেত্রে অনেক অনন্য অসাধান ভ’মিকা পালন করেছেন। দু হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধর্মীয় কাজে। মাদ্রাসা, সমজিদ, এতিম খানায় তাঁর উদার হস্তে দান মানুষের মুখে মুষে ফেরে। অসহায় পরিবার গুলোর মধ্যে আর্থিক সাহায্য, অসহায় বিবাহযোগ্যা কন্যাকে আর্থিক অনুদান প্রদান করে বিয়ের ব্যবস্থা করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করে অবহেলিত ও শিক্ষা বঞ্চিত মানুষদের শিক্ষার ব্যবস্থা করেছেন। হাজী সেলিম ব্যবসায়ীক সাফল্যের বরপুত্র। প্রবাদ আছে হাজী মাটি ধরলে নাকি তা খাঁটি সোনায় পরিনত হয়। বাংলাদেশের বহু খ্যাতিমান উচ্চ ডিগ্রী ধারী ব্যবসায়ী আছেন যারা ব্যবসায়ীক সাফল্যে হাজী সেলিমের ধারে কাছেও নেই। একজন স্বল্প শিক্ষিত মানুষ তার মেধা আর যোগ্যতা দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় হাজী মো: সেলিমই তাঁর বাস্তব উদাহরন।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: