শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত



মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’ - এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের ১৫৩ টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ডিএমডি ও সিএফও ড. তাপস চন্দ্র পাল। এছাড়াও বিজনেস সেশনে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন ও শাহ্ মোঃ সোহেল খুরশীদ।


সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘ আমি মনে করি দেশ তথা বিশ^ব্যাপী চলমান অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে। এছাড়া খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারাটা গত এক বছরে আমাদের জন্য একটি বড় সাফল্য যা সুশাসন, সদিচ্ছা ও গ্রাহকদের স্বার্থরক্ষার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিজ্ঞাকেই নির্দেশ করে।’’ 


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণের প্রবৃদ্ধি বাড়াতে আহ্বান জানান। প্রযুক্তির উন্নত সব সংযোজন কাজে লাগিয়ে গ্রাহক সেবার মানোন্নয়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং সর্বোপরি উদ্ভাবনী ও স্মার্ট ব্যাংকিং-এর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবাইকে আরও সচেষ্ট হতে নির্দেশনা দেন। 


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: