শিরোনাম

South east bank ad

তৈয়্যেবাহ ঢাকা ইসলামী ব্যাংকিং চালু করল ঢাকা ব্যাংক

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

তৈয়্যেবাহ ঢাকা ইসলামী ব্যাংকিং চালু করল ঢাকা ব্যাংক

তৈয়্যেবাহ ঢাকা ইসলামী ব্যাংকিং ও তায়্যিবাহ ইসলামিক ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক লিমিটেড

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, মারকাজু ফয়যিল কুরআন আল-ইসলামির প্রিন্সিপাল মুফতি মুর্তজা হাসান ফয়েজী মাসুম, ব্যাংকের এএমডি মোহাম্মদ আবু জাফর, ডিএমডি মোশতাক আহমেদ, একেএম শাহনওয়াজ, এএমএম ময়েন উদ্দিন, ইভিপি ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান টিপু সুলতান।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: