শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংক ও চালডাল পে চুক্তি

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্র্যাক ব্যাংক ও চালডাল পে চুক্তি

ব্র্যাক ব্যাংক ও চালডাল পে সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ও সেটেলমেন্ট সার্ভিসেসের জন্য অংশীদারিত্ব চুক্তি করেছে।

চালডাল পে হলো চালডাল পেমেন্টসের (চালডালের সিস্টার কনসার্ন) ই-ওয়ালেটভিত্তিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এবং চালডাল পেমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম চুক্তিতে সই করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং সিরাজ সিদ্দিকী (শাকিল) ও হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, চালডাল পেমেন্টসের পরিচালক ইশরাত জাহান নাবিলা, তানভীর রশিদ ও রিয়াজ রহমান বনি উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: