বাজাজ উত্তরা মটরসের ‘ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইন’

বাজাজ ভি এবং উত্তরা মটরসের উদ্যোগে ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে সমাজের জন্য, মানুষের জন্য নিঃস্বার্থভাবে অবিরত কাজ করে চলা মানুষগুলোর গল্প তুলে ধরা হচ্ছে সবার সামনে। সম্প্রতি উত্তরা মটরসের কর্পোরেট অফিসে ইনভিনসিবল বাংলাদেশি ক্যাম্পেইনের প্রথম ভিডিও উন্মোচন করা হয়। ভিডিওটি নির্মাণ করা হয়েছে মীরসরাইয়ের ডা. জামশেদ আলমের জীবনকে কেন্দ্র করে। ডা. জামশেদ মীরসরাইয়ের গর্ব। মায়েদের নিরাপদ মাতৃত্বের জন্য ২০০২ সালে তিনি উপজেলায় প্রতিষ্ঠা করেন মাতৃকা-হাসপাতাল। সাহেবদিনগর গ্রামে ২০০৪ সালে ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন, এছাড়া ২০০৫ মাগন বিবি ফ্রি প্রাইমারী স্কুল এবং রাফিয়া খাতুন শিশু কানন স্কুলেরও প্রতিষ্ঠাতা তিনি। অনুষ্ঠানে সম্মাননা স্মারক হিসাবে উত্তরা মটরস ডা. জামশেদ আলমকে উপহার দিয়েছে একটি বাজাজ ভি১৫ বাইক। বাইকের ডামি চাবি তুলে দেন উত্তরা মটরসের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান। উপস্থিত ছিলেন উত্তরা মটরসের ডিএমডি মুজিবুর রহমান ও ডুরান্ড মেহদাদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী এমদাদ হোসেন, হেড অব বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান এবং এশিয়াটিক মাইন্ডশেয়ারের অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর তাসনুভা আহমেদ টিনা, ক্রিয়েটিভ ডিরেক্টর নূরুল হক সুমন ও সিনিয়র ম্যানেজার কাজী হাসান ফেরদৌস প্রমুখ।