South east bank ad

গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল ২২/০২/২০২২খ্রিঃ অনুমান ১৯:৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল/২১৪৫ আশিকুর রহমান কনস্টেবল/২২১৬ আলীম আহমদ, কনস্টেবল/১৭৩০ কামাল উদ্দিন, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই কনস্টেবল/১৫৮৫ আল- আমিন মিয়া, মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন বন্দরগামী রোডস্থ পৌরবিপনী কেন্দ্র পূর্ব বন্দরবাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। আলামিন (২৮), পিতা- মৃত সুলতান, মাতা- মালেকা বেগম, সাং- শিবপুর, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- শিবগঞ্জ, (শাকিলের কলোনী ভাড়াটিয়া), থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: