শিরোনাম

South east bank ad

যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামীসহ সাজা প্রাপ্ত ৪ আসামী আটক

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল ২০-০২-২০২২ খ্রি. তারিখে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের দিক নির্দেশনায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করিয়া সেসন ১৯৮/১৩ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ বাদল মুন্সি (৪২), পিতা মোঃ মজিদ মুন্সি, সাং টাউন বহালগাছিয়া, থানা ও জেলা পটুয়াখালীকে পটুয়াখালী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার এর নের্তৃত্বে ইন্সপেক্টর (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ মাসুদ হাওলাদার, এসআই (নিঃ) দিপায়ন বড়াল, এসআই(নিঃ) মোঃ ছলিমুর রহমান, এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ, এএসআই(নিঃ) বিএমআর লিমন, এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম, এএসআই (নিঃ) মোঃ রাসেল মিয়া, এএসআই(নিঃ) মোঃ মান্নান তালুকদার ও সংগীয় কং/৭৯৬ বিকাশ, কং/২৫০ জাহিদ, কং/৯৬৪ মোঃ রুবেল, কং/৭৭৮ মোঃ রাশেদুল ইসলাম দের সহায়তায় পটুয়াখালী থানার শেখ রাসেল শিশু পার্কের পশ্চিম পাশের জেলখানা গামী রোড হইতে ইং-২০-০২-২০২২ তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।

তাহার বিরুদ্ধে ৩টি মাদক মামলা, ১টি চাদাঁবাজী ও ১টি মারামারি মামলা সহ সর্ব মোট ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

অপর অভিযানে এসআই(নিঃ) দিপায়ন বড়াল এর নের্তৃত্বে সিআর মামলা নং-৩১৮/১০ এর ২ বৎসর সশ্রম কারাদন্ড+৫০০০ টাকা জরিমান প্রাপ্ত আসামী মোঃ সোহরাব হোসেন হাং, পিতা আঃ সোবাহান হাং, সাং মাটিভাংগা, থানা ও জেলা পটুয়াখালীকে ঢাকা বনানী থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম এর নের্তৃত্বে পারিবারিক ডিক্রি মামলা নং-০৯/১৮ এর ৩ মাসের বিনাশ্রম সাজা প্রাপ্ত আসামী মোঃ রুবেল চৌধুরী, পিতা মৃত আঃ মজিদ চৌধুরী, সাং কৌরাখালী জৈনকাঠী, থানা ও জেলা পটুয়াখালী কে পটুয়াখালী কৌরাখালী এলাকায় হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এএসআই (নিঃ) মোঃ মুজাম্মেল হোসেন এর নের্তৃত্বে দায়রা মামলা নং-৯১৭৬/১৬ এর ২ মাসের বিনাশ্রম ও ২ লাখ টাকার জরিমান প্রাপ্ত আসামী মোঃ সিদ্দিকুর রহমান, পিতা মোঃ মজিদ মৃধা, সাং বড় আউলিয়াপুর, থানা ও জেলা পটুয়াখালী কে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: