চট্টগ্রাম রেলওয়ে জেলায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও বিদায় সংবর্ধনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম রেলওয়ে জেলায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য সাপ্তাহিক মাস্টার প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম। পুলিশ সুপার অফিসার/ফোর্সদের উদ্দেশ্যে আইন-শৃংখলা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্য বিধি মেনে চলার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
একই দিন সকাল ১০টায় চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্স শতবর্ষ হলরুমে মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রামের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে মাসিক কল্যান সভা ও ১২.৩০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি ছিলেন মোঃ আব্দুল গফুর পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন থানা ও ফাড়ী/জোনের কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও সকাল ১১টায় চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্স শতবর্ষ হলরুমে স্বাস্থ্য বিধি মেনে মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার(সদর), রেলওয়ে জেলা, চট্টগ্রাম থেকে সিলেট রেলওয়ে জেলায় বদলী হওয়ায় বদলীজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিতি ছিলেন মোঃ আব্দুল গফুর পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রামসহ বিভিন্ন থানা ও ফাঁড়ী/জোন এবং পুলিশ লাইন্সের কর্মকতা ও কর্মচারীবৃন্দ।