শিরোনাম

South east bank ad

বাস সিএনজি সংঘর্ষে একজন নিহত, আহত

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুর- ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা এলাকায় রাজিব বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষে ঘটনাস্হলেই সুমন কুমার কুন্ডু (৩৫) নামে একজন সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। আরও তিন জন আহত।

আজ বুধবার (২ জানুয়ারি) জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা বাজারের নিকটবর্তী খড়খড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন কুমার কুন্ডুর (৩৫) বাড়ী পাবনা জেলার ঈশ্বরদী। তিনি একটি বেসরকারী কোম্পানিতে (কিউট) টিএসও পদে জামালপুর জেলায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুত গতির রাজিব বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সুমন কুমার মারা যান। গুরুত্বর আহত দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিসহ ঘাতক রাজিব বাসটিকে জব্দ করা হয়েছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: