শিরোনাম

South east bank ad

শান্তিরক্ষা মিশনে মালি পৌঁছেছেন পুলিশের ১৪০ সদস্য

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ মালিতে পৌঁছেছেন। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তারা মালির রাজধানী বামাকোতে অবতরণ করেন।

গত (৩০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কমান্ডার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. রাহাত গাওহারীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন পুলিশ মালি গেছেন।

তিনি আরও জানান, বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স- অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

এর আগে গত ১৩ জানুয়ারি ওই কন্টিনজেন্টের অগ্রগামী দলের আরও ১৪০ সদস্য মিশন এলাকায় পৌঁছান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: