কেমন আছেন সন্ধ্যা মুখার্জি হাসপাতালে ?
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনায় আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলেই এসএসকেএম থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান গায়িকা সন্ধ্যা মুখার্জিকে। বয়সের কথা মাথায় রেখে কোনো ঝুঁকি না নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা মুখার্জির চিকিৎসার দায়িত্বে রয়েছে ৫ সদস্যের একটা মেডিকেল টিম। গায়িকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
এদিকে সন্ধ্যার চিকিৎসায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেগুলোতে ইতিবাচক ফল এসেছে। গাঁয়ে জ্বর নেই, রক্তচাপও স্বাভাবিক।
গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাইস টিউবে খাবার খাওয়ানো হচ্ছিল। তবে শুক্রবার সকালে সেই টিউব খুলে চা-বিস্কুট খাওয়ানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে জেনারেল কোভিড বেডেই রয়েছেন সন্ধ্যা মুখার্জি। সিটি স্ক্যানে দেখে গেছে, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। লিভারেও এনজাইম তুলনামূলক বেশি। এছাড়াও দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যা ভুগছেন তিনি। যার কারণেই হালকা হার্ট ফেলিওর হয়েছিল। এর আগে দিন কয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে যে চোট পেয়েছেন, সেজন্য সংশ্লিষ্ট হাসপাতালের অর্থোপেডিক সার্জনের তত্ত্বাবধানে রয়েছেন গীতশ্রী।
উল্লেখ্য, সন্ধ্যা মুখার্জির শারীরিক অবস্থার নিয়মিত খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এদিন গায়িকাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।