শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় ২ হাজার ৮শ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২ হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (১৬ জানুয়ারি) রবিবার উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে এপির কর্মএলাকার ৬ টি ইউনিয়ন (ফুলবাড়িয়া, কুশমাইল, বাকতা, কালাদহ, নাওগাও, রাঙামাটিয়া) ও পৌরসভা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এপি’র প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম জানান, সুবিধা বঞ্চিত ২৮শ রেজিস্ট্রার্ড শিশুর মাঝে ২০ হাজার খাতা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার সকালে পৌর সদরের নজরুল সেনা স্কুলে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এপি ম্যানেজার জেমস বিশ্বাস। এ সময় রাহুল মাইকেল রোজারিও, শিশু ও যুব ফোরাম, গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: