বগুড়ায় নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহা: মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। সকাল ১০টায় ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক। প্রতিষ্ঠানের সভাপতি নার্গিস আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, সহকারি শিক্ষা অফিসার জাভেদ আখতার, হেমায়েত আলী শাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের সভাপতি ও পৌর কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন চক্রবর্তী। এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন নাহারসহ বিভিন্ন স্থানে বই বিতরণ করা হয়। শহরের ১৫নং ওয়ার্ডের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন পৌর কাউন্সিলর ও পরিবহন মালিক নেতা আমিনুল ইসলাম।
নতুন বছরের প্রথম দিনে বিনামুল্যে বই পেয়ে খুশি বগুড়ার শিক্ষার্থীরা। বই পেয়ে শিক্ষার্থীরা বলেন, বছরের প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিয়েছেন, এ যেন নতুন বছরের উপহার। শিক্ষার্থীদের সাথে আনন্দিত অভিভাবক ও শিক্ষকরা, তারা বলেন, নতুন বছরে শিক্ষার্থীরা বই উপহার পেয়ে আরো ভালোভাবে পড়াশুনা করে ভালো ফলাফল করবে, তারা উৎসাহিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক জিয়াউল হক জানান, “নববর্ষের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা বই পেয়ে উৎসাহিত, নতুন বছরে বই উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। গোটা জেলায় বই বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।”
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষে বগুড়ার ১৬০১টি সরকারি এবং প্রায় ৫শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখা রয়েছে। সব মিলিয়ে এবছর মোট বইয়ের চাহিদা রয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৬৪ টি। এর মধ্যে বুধবার পর্যন্ত বরাদ্ধ পাওয়া গেছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৬৪টি। যা মোট চাহিদার ৯৮ দশমিক ২৭ ভাগ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে বগুড়ায় মাধ্যমিক শাখায় বইয়ের চাহিদা রয়েছে ৩৬ লাখ ১হাজার ৯৮৮টি। এর মধ্যে বরাদ্দ পাওয়া গেছে ১৮লাখ ৯ হাজার ৪৮৩টি। যা মোট চাহিদা ৫৭ ভাগ।
জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, “বই যা পাওয়া গেছে তা স্কুলে স্কুলে বিতরণ করা হয়েছে। যে গুলো এখনো হাতে পাওয়া যায়নি তা হাতে পেলেই বিতরণ করা হবে। বাকী বই পেতে দেরি হবে না।”