শিরোনাম

South east bank ad

ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানকে টাকার মালায় বরণ

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):


শেরপুর জেলার সদর উপজেলার ১২নং কামারিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. সারোয়ার জাহানকে টাকার মালায় বরণ করে নিলো নবনির্বাচিত মেম্বার ও স্থানীয় জনতা। টাকার মালার বরণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।


২৯ ডিসেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ শেষে সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা ও নব নির্বাচিত সদস্যদের বরণ করা হয়। পরে বর্তমান ইউপি সদস্যগণ নব নির্বাচিত চেয়ারম্যান মো. সারোয়ার জাহানকে তার চেয়ারে বসিয়ে দেন।


এসময় নব নির্বাচিত চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন আমি জনগণের ভোটে ও ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম এখন থেকে আপনারা সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য এবং সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

আমি যেন আমার এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। আর আজ আমাকে যেভাবে সম্মানিত করেছেন, এটা আমি জীবনেও ভূলতে পারবো না।

এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সাইফুল ইসলাম ভুটু, শফিকুল ইসলাম শফিক, এম এ হাসেম নুরুল ইসলাম ছানা, আবু হানিফ খোকা ফজু মাস্টার, রবিউল আলম রিপন, আ. খালেক সমাজসেবক মো. উজ্জল আলম, জুবাইদুল ইসলাম জুয়েল প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: