শিরোনাম

South east bank ad

বগুড়ায় স্কুল ছাত্র মামা-ভাগ্নে ৭ দিন ধরে নিখোঁজ

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার শিবগঞ্জ থেকে স্কুল পড়ুয়া দুই ছাত্র সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা হলো-বগুড়া শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্র জুলকার নাইন (১৪) ও শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোলাগাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাফিউল ইসলাম (১৪)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় জুলকারের বাবা জহুরুল ইসলাম ও রাফিউলের নানা সেকেন্দার আলী সোমবার (২৭ ডিসেম্বর) দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ জুলকার নাইনের মামা ও রাফিউলের ভাই স্কুল শিক্ষক আবু ইউসুফ জানান, গত ২২ ডিসেম্বর রাফিউলের স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল উঠানোর জন্য তারা একসঙ্গে বের হয়েছিল। এরপরে আর কেউ বাড়ি আসেনি। আমরা রাফিউলের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম তারা জানিয়েছেন তারা ফলাফলও উঠিয়েছে।

তিনি জানান, তাদের দুজনের ফলাফল ভালো। বাড়িতেও কারও সঙ্গে কোন বিষয়ে মন খারাপ হয়নি। নিজেরা কোথায় চলে গিয়েছে এমন সম্ভাবনা খুবই কম।

আবু ইউসুফ আরও জানান, কয়েকটি ফেসবুক গ্রুপে আমার ভাই ও ভাগ্নের সন্ধান চেয়ে আমার মুঠোফোন নাম্বার দিয়ে খোঁজ চেয়েছি। গতকাল সোমবার রাতে একটি ইমো নাম্বার থেকে রাত পৌণে ১১টায় ভয়েস ম্যাসেজ আছে। সেখানে বলা হয় ছেলে দুটোকে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পরে আমরা ইমু কলে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে কথা বলি। তিনি জানিয়েছেন আজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে এখনও যোগাযোগ করেননি।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, “সোমবার আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আশাকরি ছাত্র দুজনের সন্ধান অচিরেই পাওয়া যাবে।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: