গৌরীপুরে ফারুক ও শাহীন স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কার
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধীতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
তাঁরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোহাম্মদ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
মোহাম্মদ আল ফারুক মাওহা ইউপি নির্বাচনে ও শাহীনুর ইসলাম মইলাকান্দা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের লিখিত সুপারিশে উল্লেখিত দুই নেতাকে ২৫ ডিসেম্বর সাময়িক বহিস্কার করে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নাঈমুল হাসান স্বাক্ষরিত এক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের কাছে জোর সুপারিশ করা হয়।