শিরোনাম

South east bank ad

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাবু মিয়া শাজাহানপুর উপজেলার পান্ডারপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কের প্রশস্তকরণের কাজ করছিলো ওই শ্রমিক। এমন সময় বগুড়া হতে নাটোরগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান বাবু মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত শ্রমিক বাবু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। অসতর্কভাবে সড়ক পারাপার হবার সময় এ দুর্ঘটনা কবলিত হয় বাবু মিয়া। এখন কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: