বগুড়ায় যমুনা গ্যাস ডিপোতে মেশিনে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে জেবি সিলিন্ডার লিমিটেডের নিউমেটিক মেশিনের জগের নিচে চাপা পড়ে আবু বক্কর (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় যমুনা গ্যাস ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের শামছুল হকের ছেলে।
জেবি সিলিন্ডার লিমিটেডের এজিএম জাহাঙ্গীর আলম জানান, আবু বক্কর ১১ বছর ধরে অপারেটরের চাকরি করছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলিন্ডার নিউমেটিক টেস্ট করার জন্য হাওয়া মেশিনের হেডের ভাল্ব ওপেন না করে ভুল করে মেশিনের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে সুইচ চালু করেন আবু বক্কর।
এসময় নিউমেটিক মেশিনের হাওয়ার প্রেসারে জগ উপরে উঠে গিয়ে আবু বক্করের গলায় চাপ লেগে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। দ্রুত কোম্পানির গাড়িতে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির একাধিক শ্রমিক জানিয়েছেন, কোম্পানির অব্যবস্থাপনার কারণে প্রায়ই এধরনের দুর্ঘটনা ঘটছে। এর আগে দুর্ঘটনায় একাধিক শ্রমিকের অঙ্গহানি হয়েছে। অথচ কোম্পানির পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না। শ্রমিকের কোন মূল্যায়ন নেই।
এজিএম জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে জানান, অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। তাছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হয়েছে।
শাজাহানপুর থানার এস আই আব্দুল কাদের জানান, মরদেহ পোস্ট মর্টেমের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।