শিরোনাম

South east bank ad

৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময়সূচী-২০২২

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা (JAIBB এবং DAIBB আগামী ১৮ ও ২৫ ফেব্রুয়ারি এবং ০৪ মার্চ ২০২২ তারিখে ঢাকা মহানগরীসহ দেশের নির্ধারিত বিভাগীয়/ জেলা সদরে অনুষ্ঠিত হবে। ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ফরম Online এর মাধ্যমে Submission করতে হবে।

পরীক্ষার ফিস Online এর মাধ্যমে (Sonali Bank Account Transfer, Mobile Banking (bkash, Nagod) ও Card এর মাধ্যমে প্রদান করতে হবে। Online এর মাধ্যমে ফরম Submission আগামী ২১-১২-২০২১ তারিখ থেকে শুরু হবে এবং ০৬-০১-২০২২ তারিখ পর্যন্ত চলবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। নিম্নে ৯৩তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ ২০২২ এর সময়সূচী তুলে ধরা হলো (JAIBB ও DAIBB উভয়ের জন্য)।

93rd JAIBB Examination, 2022

Date                                          Time                                       Subject

18.02.2022 (Friday) 9.00 AM to 12.00 PM Accounting for Financial Services (AFS)

                                      2.00 PM to 05.00 PM    Business Communication (BC)

25.02.2022 (Friday) 9.00 AM to 12.00 PM Marketing of Financial Services (MFS)

                                      2.00 PM to 05.00 PM    Principles of Economics & Bangladesh Economy (PBE)

04.03.2022 (Friday) 9.00 AM to 12.00 PM Organization & Management (OM)

                                      2.00 PM to 05.00 PM    Laws and Practice of Banking (LPB)
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: