রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
বিজয়ের প্রথম প্রহরেই স্বাধীনতার ৫১ তম বছরে পা রাখলো স্বাধীন বাংলাদেশ। নয় মাস ব্যাপী যুদ্ধ শেষে হানাদারদের পরাজিত করে ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রম হানীর বিনিময়ে বাঙালি অর্জন করে এই বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে পালিত হলো ৫০তম বিজয় দিবস।
মহান এই দিবসটি উদযাপনের লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক কর্মসূচী।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক শহীদ রেলওয়ে খুশি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জবাব প্রমুখ।
এ উপলক্ষে ভোরে রাজবাড়ী পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, স্মৃতি ফলক, বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করা হয়।
দর্শকদের আনন্দ দিতে বিভিন্ন স্কুল, কলেজসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শারীরিক কসরত প্রদর্শনে অংশ নেয়। আয়োজন করা অতিথিসহ দর্শকদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। স্বতস্ফুর্তভাবে সবাই অংশ নেয় প্রতিটি আয়োজনে।
এছাড়াও কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রাজবাড়ী রেলগেট অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সকালে রাজবাড়ী ১আসনের এমপি কাজী কেরামত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অরপন করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পরে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে নেত্রীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাজবাড়ী পৌর সভার পক্ষ থেক পৌর মেয়র আলমগীর শেখ তিতুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্পাদক খন্দকার আব্দুল মতিনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অরপন করা হয়। পরে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাতৃকণ্ঠ পরিবারের সাংবাদিক বৃন্দ। পরে দৈনিক রাজবাড়ীকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ীকণ্ঠ পরিবারের সাংবাদিকবৃন্দ।
এরপর জেলা জাতীয় পার্টি, জাসদ এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।