শিরোনাম

South east bank ad

মদিনার জামাত কামাল্লা দরবারের পীর সাহেবের আগমনে শেরপুরে মাহফিল

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

মদিনার জামাত কামাল্লা দরবারের পীর সাহেব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান খন্দকারের আগমন উপলক্ষ্যে শেরপুরে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ ডিসেম্বর) রবিবার শেরপুর সদর উপজেলার পাকুরিয়ার তারাগড় হাজী আব্দুল জব্বারের ধানের খলায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। প্রধান মেহমান হিসেবে ছিলেন ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ। আরও উপস্থিত ছিলেন পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন আকন্দ ও মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম বিএসসি।

এদিকে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ও মদিনার জামাত কামাল্লার দরবারের প্রধান খলিফা ড. মুফতি মোঃ বদিউল আলম সরকার, ইসলামিক মাসয়ালা ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন মদিনার জামাত কামাল্লা দরবারের ছোট সাহেবজাদা আলহাজ্ব শাহ আবু বকর মোঃ হেদায়েতুল্লাহ খন্দকার।

আরও আলোচনা করেন কুমিল্লার কদমতলি মদিনার জামাত শাহী দরবার শরিফের সাজ্জাদানশীল পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মহসীন কবির ইউসুফী।

মদিনার জামাত শেরপুরের খাদেম আলহাজ্ব আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে আরও আলোচনা রাখেন কামাল্লা দরবারের খলিফা আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস আইয়ুবী, খলিফা ক্বারী আল আমিন রহমানী ও তারাগড় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোহাম্মদ নজরুল ইসলাম।

মাহফিল উপলক্ষ্যে মুসলিম উম্মাহ'র জন্য দোয়া করেন মদিনার জামাত কামাল্লা দরবারের পীর সাহেব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান খন্দকার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: