শিরোনাম

South east bank ad

শীতার্থদের মাঝে রেখা ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

গরীব এবং অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলো ‘রেখা ফাউন্ডেশন’ নামের একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে বেনাপোল পৌর এলাকার দূর্গাপুর রোডে অবস্থিত ‘রেখা ফাউন্ডেশন’ এর স্থায়ী কার্যালয় থেকে প্রায় ২০০ শীতার্থদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়। অসহায় এবং দু:স্থ সকল মানুষ গুলোর কথা চিন্তা করে ‘রেখা ফাউন্ডেশন’ এই উদ্যোগ গ্রহণ করে। তার মৃত্যু মায়ের নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আশরাফুল আলম উজ্জল তার নিজ উদ্যোগে শীতবস্ত্রগুলি বিতরণ করেন। এ সময় তার পিতা হাজী রবিউল ইসলাম রবি এবং তার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আশরাফুল আলম উজ্জল জানান, বিশ্বব্যাপী করোনা শুরুর প্রাক্কালে আমাদের প্রতিষ্ঠানটির মাধ্যমে বেনাপোল এলাকার গরীব মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। আশা রাখি ভবিষ্যতেও আমি এবং আমার প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: