শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা ছাত্রলীগ আলাদাভাবে এ কর্মসূচী পালন করে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার নেতৃত্বে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর সাড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধারা। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এসব কর্মসূচীতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ মুক্তিযোদ্ধারা ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকহানাদার মুক্ত হয় গোপালগঞ্জ। এ দিন বিজয় উল্লাসে মুক্তিযোদ্ধাদের সাথে মেতে উঠেছিল সাধারন জনতার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: