স্থগিত কেন্দ্রে ৬০ ভোটে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর বিজয়
ফয়সাল আহমেদ, (ময়মনসিংহ):
ময়মনসিংহের ধোবাউড়ায় বাঘবের ইউনিয়নে ৬০ ভোট বেশি পেয়ে বিএনপি'র স্বতন্ত্র প্রার্থী মেজবা উদ্দিন সরকার মামুন বিজয়ী হয়েছেন। গত (১১ নভেম্বর) ইউনিয় পরিষদ নির্বাচন চলাকালে শেষ মুহূর্তে বাঘবের ইউনিয়নে উত্তর বাঘবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই করার অভিযোগে কেন্দ্রটি স্থগিতের ঘোষণা করেন নির্বাচন কমিশন। পুনরায় গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে চেয়ারম্যান প্রার্থী অন্যান্যরা প্রতিদ্বনিদ্বতা না করলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে আব্দুল শফিক তালুকদার এবং বিএনপি'র স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মেজবাহ উদ্দিন মামুন প্রতিদ্বনিদ্বতা করেন।
এতে মেজবাহ উদ্দিন মামুন ঘোড়া প্রতীক নিয়ে ৬০৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল শফিক তালুকদার পেয়েছেন ৫৯৯৭ ভোট। উল্লেখ্য ধোবাউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে একটি ইউপিতে নৌকার বিজয় বাকি ৬টি ইউপিতে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।