ইউঃ স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের মারপিট’র অভিযোগ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদেরকে মারপিট’র অভিযোগ পাওয়াগেছে। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) বিকালে বিরিশিরি ইউনিয়নের হারিউন্দ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানাযায় উল্লেখিত স্থানে স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান ফকির(আনারস) প্রতীকের কর্মীরা প্রচার কার্য চালানোর সময় নৌকা প্রতীকের লোকজন তাদের ওপর হামলা চালায় ও কর্মীদের হাতুরীদিয়ে বাইরাইয়া মারাত্নক আহত করে।
খবর পেয়ে স্বতন্ত্রপ্রার্থীর অন্যান্য কর্মীরা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর সরকারী হাসপাতালে ভর্তি করে। আহতরা হল আল আমিন(১৮)বনগাঁও,মোঃ আল আমিন(২৫)কানিয়াইল, মেহেদী হাসান(২০)বনগাঁও ও বিপুল মিয়া (২১)বনগাঁও এদের মধ্যে আল আমিন(১৮)বনগাঁও’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন দায়িত্বরত চিকিৎসক।
স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান ফকির(আনারস)বলেন তার কর্মীদেরকে নিয়মিত নির্যাত মারপিট এবং মিথ্যা মামলায় জরাচ্ছে আ’লীগ মনোনীত(নৌকা) প্রার্থী রফিকুল ইসলাম রুহুর কর্মীরা।