সচেতনতামূলক সভা করল ইউসিবি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লব সংক্রান্ত ডিজিটাল দক্ষতা বিষয়ক ভার্চ্যুয়াল জ্ঞান ও সচেতনতামূলক সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
গতকাল সোমবার (২২ নভেম্বর ২০২১) ইউসিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত (১৮ নভেম্বরে ২০২১) এই সভার আয়োজন করে ইউসিবি। এটি সমন্বয় করে পিডব্লিউসি।
ডিজিটাল ব্যাংকিং পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে নতুন ব্যবসায়িক প্রযুক্তি নিয়েছে ইউসিবি, যাতে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদায় পিছিয়ে পড়তে না হয়।
ভার্চ্যুয়ালি এ সভায় উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধানরা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা।