গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে : ডিসি এনামুল হক
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল):
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিদের্শনা রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসেনর পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বদ্ধ পরিকর। কথাগুলো বলেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
তিনি সোমবার ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আগামী (২৮ নভেম্বর ২০২১) অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক এনামুল হক আরো বলেন, ভোট যুদ্ধে উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তাই করা হবে, যেখানে যে বাহিনীর প্রয়োজন সেখানে তাই দেওয়া হবে। কোন প্রকার অনিয়ম বিশৃঙ্খলা হলে কন্ট্রোল রুমে জানাবেন, সবসময় কন্ট্রোল রুম খোলা থাকবে।
নির্বাচনের আগে ও পরে কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক আরো বলেন, সহিংসতা সৃষ্টি করলে কেউ পার পাবেন না। আচরণ বিধিমালা লঙ্ঘন করলে তাৎক্ষনিক বিচারকার্য পরিচালনা করা হবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে মোহাম্মদ এনামুল হক পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে বলে উল্লেখ করেন।
বিশেষ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।
উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান, র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জুয়েল, জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারওয়ার জাহান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক মিয়া প্রমূখ।