South east bank ad

তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঘুমের জায়গা নিয়ে তিন চিনার সংঘর্ষ

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, ( বরগুনা)

বরগুনার তালতলী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চাইনিজ নাগরিকদের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

ঘটনাটি শনিবার (২০ নভেম্বর ২০২১) সকাল সাড়ে ৬ টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাংহাই-৪ আবাসিক এলাকার সড়কে ঘটেছে।

তালতলী থানা পুলিশ সূত্রে জানাগেছে- শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কথা বলার জন্য দরজায় নক করেন হাং চাং হুয়া। এসময় কাজে বিরক্ত করার জন্য লংএনজিং, ও চিং চাং গান দুজন মিলে রাতে হাং চাং হুয়াকে মারধর করে।

মারধরের রেস ধরে সকাল শনিবার সাংহাই-৪ আবাসিক এলাকার সড়কে আরও চিনা নাগরিক নিয়ে ওই দুজনের উপর হামলা করে এতে তিনজন আহত হয়।

আহত হাং চাং হুয়া(৩০) প্রাথমিক চিকিৎসা শেষে তার কর্মস্থলে নিয়ে আসা হয়েছে। বাকি লংএনজিং (৩৩) ও চিং চাং গান(৩৫) কে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয় তালতলী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন- সাংহাই থেকে জানানো হয়েছে তাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে। এখন পর্যন্ত এ বিষয়ে তারা এখনও কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেননি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: